top of page

হোম মেইড

কালবৈশাখী ঝড়ে রহিমা বেগমের গাছের অনেক আম পড়ে গেছে। বেচারির মন খারাপ হলেও কুড়ানো আমগুলো আচার করা যাবে- এই ভেবে মনটা ভালো হয়ে গেলো। রহিমা বেগম আমগুলো রোদে শুকিয়ে আচার বানিয়ে, কৃষি টাকা দোকানে দিয়ে প্রয়োজনীয় পণ্য নিয়ে গেলেন, এতে অনেক খুশি তিনি। আর হ্যাঁ- কৃষি টাকা বাংলাদেশ রহিমা বেগমের মতো হাজারো নারীর বাড়িতে তৈরি করার পণ্য অনলাইনে বিক্রির মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দিবে। এর মাধ্যমে রাজধানীসহ দেশের শহুরে মানুষ পাবে হোম মেইড খাবারের স্বাদ।

bottom of page