top of page

দোকান মালিক

কৃষি টাকা বাংলাদেশ

তাং-২০.০৪.২০২১

তৌসিফ স্টোর

জলঢাকা, নীলফামারী

বিষয়: ব্যবসাসংক্রান্ত প্রস্তাবনা।

 

জনাব মো. তাহমিদুর রহমান

 

আপনি কি আপনার ব্যবসায়িক পরিধি বিস্তৃত করতে আগ্রহী? আপনার কথা ভেবে আমাদের নেওয়া প্রকল্প ‘কৃষি টাকা বাংলাদেশ’; আপনার জন্য অনন্য সুযোগ নিয়ে এসেছে। সেইসঙ্গে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের পাশে দাঁড়ানোর মহৎ সুযোগ।

কৃষি টাকা বাংলাদেশ; কৃষক বান্ধব একটি উদ্যোগ। যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র কৃষকরা তাদের উৎপাদিত পণ্যসমূহ বিনিময়ের মাধ্যমে তাঁর প্রয়োজনীয় পণ্যটি ক্রয় করতে পারবেন। এতে করে কোন ঝঞ্ঝাট ছাড়াই কৃষকেরা তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন। এ উদ্যোগে আমরা স্থানীয় দোকানদার হিসেবে আপনাকে নির্বাচন করেছি। এর অংশ হিসেবে আমরা আপনার দোকানের পণ্য ব্যবহার করব। অর্থাৎ কৃষকরা তাঁদের পণ্য বিনিময় করে আপনার দোকানের নগদ পণ্য নিতে পারবেন। আপনার সারাদিনের বেচা-বিক্রি বাবদ যে অর্থ উপাজর্ন করেন, সেই পরিমাণ অর্থ এবং মাসে ৫ হাজার টাকা কমিশন হিসেবে আমরা আপনাকে প্রদান করব।   

আমরা প্রতিশ্রুতি দিচ্ছি- আপনার বর্তমান অবস্থা পর্যালোচনা করে, এটাকে আরও উন্নত ও সমৃদ্ধ করার। আমাদের এই উদ্যোগে সামিল হলে, দোকানে ব্যবহারের জন্য আপনি পাচ্ছেন একটি ফ্রিজ, দোকান চালানোর নিয়মাবলি, কৃষি টাকা বুথ। এছাড়া আপনার দোকানটি আমরা সাজিয়ে দেব। ‘কৃষি টাকা বাংলাদেশ’- এই উদ্যোগটির সঙ্গে থাকলে আপনি পাচ্ছেন নিশ্চিত অর্থ, থাকবে না বেচা-বিক্রি নিয়ে আপনার মাথাব্যথাও।

আপনি আমাদের প্রস্তাবনাটি বিবেচনা করবেন। যদি কোন প্রশ্ন থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন- ০১৭৮৩০০০০০১। কারণ কৃষি টাকা বাংলাদেশ; বিশ্বাস করে, আপনি আমাদের এই উদ্যোগে নিজের ও কৃষকের উন্নয়নে সামিল হবেন। আপনিসহ আমরা একত্রে কাজ করব।

 

ধন্যবাদান্তে

কৃষি টাকা বাংলাদেশ

bottom of page