THE FIRST EVER FOOD EXCHANGE BANK OF BANGLADESH
বাংলাদেশের সর্ব প্রথম খাদ্য বিনিয়ম ব্যাংক
M: +8801783000001
E: mail@cropcashbd.com
আপনিও দাঁড়াতে পারেন দেশের লাখো ক্ষুদ্র চাষিদের পাশে
এটা একটা গ্রামের গল্প। যে গ্রামে মানুষের টাকা লাগে না। টাকা ছাড়া এই ২০২১ সালে মানুষের কিভাবে চলে? চলুন দেখি।
লাউয়ের মাচা। জামিলা সবজি তুলতে তুলতে হঠাৎ থামে।
জামিলা: ক্যা। টাকা লাগব ক্যা। চাইল-ডাইল কেম্নে কিনি দেখবেন?
বলতে বলতে জামিলা কচ করে এক কোপ দিয়ে একটা লাউয়ের ডগা কাটে।
তারপর লাউটা নিয়ে হাঁটা ধরে। পরের দৃশ্য। ক্রপ শপ। জামিলা হাসিমুখে তার লাউটা কাউন্টারে রাখে। তাকে চাল আর ডাল আর একটু চিনি দিতে বলে। মিস্টার দোকানদার লাউ মেপে নেয়। লাউয়ের দাম বলে ৬০ টাকা। জামিলাকে ৬০ টাকা দামের চাল-ডাল-চিনি নিতে বলে। জামিলা হাসিমুখে চাল-ডাল-চিনি নেয়। তারপর খুশিমনে ফেরার পথ ধরে।
এভাবেই বাংলাদেশের হাজারো কৃষকদের কাছ থেকে সবজি আর শস্য সংগ্রহ করছি আমরা। পৌঁছে দিচ্ছি দেশের বড় বড় শহরে।তাদের উৎপাদিত শস্য বা সবজি কিনে আপনিও দাঁড়াতে পারেন দেশের লাখো ক্ষুদ্র চাষিদের পাশে।